রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী শাহ নওয়াজ মিলাদ এর পক্ষে দিনভর প্রচারণা করছেন বাহুবল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
লামাতাশী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে তারা “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই” বলে আগামী ৩০ তারিখে নৌকা প্রতীকে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বুধবার সকাল থেকে বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক এর নেতৃত্বে দিনব্যাপী প্রচারণায় অংশগ্রহন করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন রুবেল, আবু সাঈদ, আরজু মিয়া, সাহেব আলী তালুকদার, সদস্য এমরান, দেওয়ান জাবেদ, আব্দুল আউয়াল, ভাদেশ্বর ইউনিয়নের আহ্বায়ক হারুন, যুগ্ম আহ্বায়ক রতন চন্দ, হীরণ, রাসেল, লামাতাশী ইউনিয়নের আহ্বায়ক আব্দাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালাম, এমদাদুল হক, বশীর, রেনু প্রমূখ।
পরে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিকেলে বাহুবল সদরে আওয়ামী লীগের উদ্যোগে নৌকার সমর্থনে নির্বাচনী সভায় যোগদান করেন।