শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ইউএনও’র ওপর হামলার ঘটনায় আটক কে এই জাহাঙ্গীর?

তরফ নিউজ ডেস্ক : দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আটক হয়েছেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম নেশাগ্রস্থ অবস্থায় রয়েছেন। আটকের পর জনতার সামনে জাহাঙ্গীরকে মাদক সেবন না করার জন্য শাসাচ্ছে পুলিশ।

জানা গেছে, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এর আগেও বিভিন্ন সময়ে মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। এ সংক্রান্ত থানায় মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

এসব ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের উপরও হামলা করেছেন এই যুবলীগ নেতা। এমনটিই জানিয়েছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় দু’চারজন নেতা এবং পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার সঙ্গেও রয়েছে তার ভালো সম্পর্ক। এ কারণে অপরাধ করেও তিনি বারবার ছাড়া পেয়ে গেছেন। এমন মন্তব্য ঘোড়াঘাট উপজেলার অসংখ্য প্রতিবাদী মানুষের।

এলাকার বিভিন্ন জনের জমি সংক্রান্ত বিবাদ, মামলা ও চাকরির তদবির, দখল, পাচার, বিরোধের সমাধানের জন্য কন্ট্রাক (ঠিকা) নেয়ার অভিযোগ রয়েছে এই যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। অর্থের বিনিময়ে তারা এসব করতো।

জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক।

ওই উপজেলার কাছিগাড়ি গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর। ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী আজ শুক্রবার ভোরে তাকে আটক করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com