রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

বাহুবলে প্রীতি ফুটবল ম্যাচে পুটিজুরী রেঞ্জার্সের জয় লাভ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে প্রীতি ফুটবল ম্যাচে গীতিকার মামুন ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়েছে পুটিজুরী রেঞ্জার্স। মঙ্গলবার (০৮ সেপ্টম্বর) দুপুর সাড়ে ৩টায় উপজেলার পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে দুই দল একাধিক গোলের সুযোগ তৈরী করেও কাঙ্খিত গোলের দেখা না মেলায় গোলশূন্য ভাবে প্রথমার্থ শেষ হয়। পরে দ্বিতীয়ার্ধের ৪৪ মিনিটে পুটিজুরী রেঞ্জার্সের ছয় নম্বর জার্সিধারী খেলোয়ার মাহবুবের চমৎকার ভলিতে এগিয়ে ১-০ গোলে এগিয়ে যায়। খেলা শেষে ৩ মিনিট আগে গীতিকার মামুন ফুটবল এডাডেমীর জালে শেষ পেরেকটি ডুকিয়ে দেন পুটিজুরী রেঞ্জার্সের পাঁচ নম্বর জার্সিধারী খেলোয়ার আল আমীন।


খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধরী। উপস্থিত ছিলেন পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায় শামীনুর রহমান, গীতিকার মামুন ফুটবল একাডেমীর চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, পুটিজুরী রেঞ্জার্সের সমন্বয়ক সাইফুর রহমান আজাদ, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ইমরুল কবীর, ফেরদৌস আলম হৃদয় প্রমুখ। খেলার ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন শিক্ষক আব্দুল হক ও রেফারির ভূমিকায় ছিলেন রিপন আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com