শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদের চালান সহ নাসির বিড়ি ও গাঁজা বুধবার (৯ সেপ্টম্বর) আটক করেছে,সুনামগঞ্জ–২৮ ব্যটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বিজিবি সুত্রে জানাগেছে, চিনাকান্দি বিওপির টহলদল সীমান্ত পিলার ১২৪০/২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের শিলডুয়ার এলাকা হতে (২৪) বোতল ভারতীয় মদ সহ ৪২,০০০ পিস নাসির বিড়ি আটক করেছে ,যার আনুমানিক মূল্য ১,০৭,৪০০ টাকা।
অপরদিকে, বিরেন্দ্রনগর বিওপির সীমান্ত মেইন পিলার ১১৯৪ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাকাটা এলাকা হতে আধা কেজি ভারতীয় গাঁজা আটক করে,যার সিজার মূল্য ১,৭৫০ টাকা।
সুনামগঞ্জ–২৮ ব্যটালিয়ন (বিজিবি) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় নাসির বিড়ি,গাঁজা ও মদের চালান সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।