নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালীঘাট রোড ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকালে কালীঘাট রোড মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ খেলায় মুসলিমবাগ একতা যুব সংঘ ৩ – ০ গোলে চ্যাম্পিয়ন ও কালীঘাট রোড একাদশ রানারআপ হয়।
পুরস্কার বিতরণের পূর্বে মনির বাশার বলেন, খেলাধূলা বিনোদনের অন্যতম মাধ্যম। যা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। সরকার দেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বারোপ করেছেন ৷
মনির বাশারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজ সেবক চলন্তিকা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক মো: শাহিন আহমেদ , হোটেল ইসাকী এমোসের ম্যানেজিং ডাইরেক্টর সাইফুদ্দিন লিটন, শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিনু মিয়া, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য শামছুল ইসলাম শামিম, অজয় দাশ, সমাজ সেবক মিজানুর রহমান মিজান, আব্দুল জব্বার, মো: শাকিল আহমেদ, খোকন মিয়া, জাকির হোসেন, সাংবাদিক শুভাষ দাশ তপন, মো: শফিকুল ইসলাম রুম্মন প্রমূখ ৷
শিমুল আহমেদ এর তত্বাবধানে খেলা পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী মো: সিরাজুল ইসলাম সেলু ৷
টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ গ্রহণ করে।
খেলায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন উজ্জ্বল, সেরা খেলোয়াড় হয়েছেন আতিকুল ইসলাম বাবু ও শাহিন ৷