শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

দাবী না মানলে ট্যাংকলরীর ধর্মঘট

স্টাফ রিপোর্টার।। সিলেট গ্যাসফিল্ড থেকে চলাচলকারী ট্যাংকলরী মালিক শ্রমিকদের বাচাতে এক সপ্তাহের মাঝে চালু না হলে সারাদেশে ট্যাংকলরী ধর্মঘটের ডাক দেয়া হবে। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন সিলেট পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে ১৯ সেপ্টেম্বর শনিবার বিকালে বাহুবল উপজেলার নতুন বাজারে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট বিভাগ ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি হাজি মো, শাহজাহান ভূইয়া। ফেডারেশনের সদস্য আলী হোসাইন ভূইয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শ্রমিঙ্গল ট্যাৃংকলরী সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক জসিম রানা, কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, সিলেট বিভাগ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, হবিগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক সমিতির সহ সভাপতি মোঃ আবদাল মিয়া, শ্রমিক নেতা আসকার আলী, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি মনির হোসেন, ব্রাহ্মনবাড়িয়া জেলা সভাপতি সোহেল খন্দকার ট্যাঙ্কলরি সভাপতি, ফেনা জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত সিলেট কৈলাসটিলা থেকে বাহুবলের রশিদপুর কন্ডেনশেডে তেল সরবরাহ বন্ধ থাকবে বলে সভায় ঘোষণা দেয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ন্যায্য দাবি বাস্তবান হলে পরবর্তীতে সারাদেশে ট্যাংকলরী চলাচল বন্ধ থাকবে। উল্লেখ একটি রীটের প্রেক্ষিতে উচ্চ আদালতের এক আদেশে গত ১সেপ্টেম্বর থেকে পরিবহনযোগে অপরিশোধিত তেল পরিবহন বন্ধ রয়েছে। এতে অন্তত দেড় হাজার ট্যাঙ্কলরী শ্রমিক বেকার হয়ে পড়ায় তাদের পরিবার বর্গ মানবেতর জীবন যাপন করছেন। এরই প্রেক্ষিতে বাহুবল উপজেলার নতুন বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com