শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : গত দুইদিন সিলেটে ছিলো তীব্র গরম। সিলেটের সর্বত্রই গত শনিবার ও গতকাল রোববার প্রচন্ড তাপদাহে দুর্বিসহ হয়ে উঠেছিলো জনজীবন। টানা প্রখর রোদে মানুষের প্রাণ ছিলো প্রায় ওষ্ঠাগত। তবে দুইদিনের আগুনের ঝাপ্টা শেষে আজ সিলেটে হতে পারে প্রশান্তির বৃষ্টি। এমন পূর্বাভাসই দিলো আবহাওয়া অধিদফতর।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটসহ দেশের ২০টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।