শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

বাহুবলের পুটিজুরী ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পুটিজুরী হযরত শাহপরাণ স্কাইলাইন একাডেমিতে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসলম উল্লার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার মানুনের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন থানা বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম জিতু।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জের সাবেক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রহমান, বাহুবল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাদ্দছ মিয়া বাবুল, হাজী শামছুল আলম, তুষার আহমদ চৌধুরী, এডভোকেট মিজানুর রহমান, সম্মেলনের প্রধান নির্বাচন কমিশন এডভোকেট মুদ্দত আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরিদ জেলা যুবদল নেতা এডভোকেট গুলজার আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিংকন আহমদে, জেলা সহ উপজেলা ও সকল ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন পূর্ববর্তী কাউন্সিলে খন্দকার আমজাদ হোসেন হারিছ ২৪৫ ভোট পেয়ে সভাপতি ও শামছুল ইসলাম ২১৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কবির আহমেদ, সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান তালুকদার মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ফুল মিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com