বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
মো. শহিদুল ইসলাম: নওগাঁর রাণীনগরে প্রয়ত আল্লামা শাহ আহম্মদ শফী (রহ) এর বরেণ্য জীবন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাণীনগর চকাদিন ও চককুতুব দারুল উলম ক্বওমী মাদ্রসার উদ্দ্যোগে মাদ্রাসার হল রুমে এই এই আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।
এসময় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আব্দুর রউফ এর সভাপতিত্বে মুফতী আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় ,প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,হাফেজ মাওলানা মুফতী রাসেদ ইলিয়াস সাহেব, অনান্যদের মধ্যে যারা বক্তব্য রাখেন , মাও আব্দুর রসিদ, মাও আনোয়ার হোসেন, মাও শরিফুল ইসলাম,মাও হেলাল হাসেমী, মাও রেজাউল করিম প্রমূখ ।
আলোচনা শেষে সারা দেশের প্রয়ত আলেম দ্বয়ের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।