বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সৌদিগামী ফ্লাইটে স্বাস্থ্যবিধি শিথিল, নেয়া যাবে বেশি যাত্রী

তরফ নিউজ ডেস্ক : দ্রুত সময়ে বেশি সংখ্যক প্রবাসীকে কাজে ফেরাতে সৌদি আরবগামী ফ্লাইটের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪শে অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটের ক্ষেত্রে আসন সংক্রান্ত স্বাস্থ্য বিধি শিথিল থাকবে।
বেবিচক জানিয়েছে, বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে অপেক্ষমান প্রবাসীদের সংকট নিরসণে বেবিচক প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের আরোপিত শর্ত শিথিল করেছে। শর্ত অনুসারে বড় উড়োজাহাজে সর্বোচ্চ ২৬০ জন এবং ছোট উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের বিধান ছিল।
বিধি শিথিলের ফলে এখন বেশি সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে এয়ারলাইন্স দুটি। তবে স্বাস্থ্যঝুঁকি প্রশমিত করতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বেবিচক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com