বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ২ : ড্রেজার মিশিন ধ্বংস

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জন আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হল দারাগাঁও গ্রামের কদ্দুস মিয়া ও আব্দুল করিম। তাছাড়া অবৈধ বালু উত্তোলনকালে ২৬টি ড্রেজার মেশিন ধ্বংশ করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করের চুনারুঘাট থানার একটি বিশেষ টিম।
রোববার বিকালে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে চা বাগান ও মানুষের বাড়ি ঘরের পাশ থেকে প্রভাবশালীরা অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। গর্ত করা হচ্ছে ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত। যা পরিবেশ আইনে সম্পুন্ন নিষিদ্ধ। এলাকাবাসী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দারাগাঁও গ্রামের কিছু প্রভাবশালীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কেবল তা বন্ধ করা সম্ভব।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বিষয়টি স্বীকার করে বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com