শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে গতকাল বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় বাহুবল মডেল থানা সংলগ্ন সাতকাপন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দোয়া মাহফিলের মাধ্যমে এ এজেন্ট শাখার উদ্বোভন করা হয়।
বাহুবল ব্যাংক এশিয়া শাখার এজেন্ট ও বর্ণসাজ কম্পিউটার সেন্টারে সত্ত্বাধিকারী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া জেলা শাখার ম্যানেজার এমদাদ হোসেন প্রধানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া বাহুবল শাখার ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম আজিজুর রহমান মানিক, ইকরা মডেল একাডেমির অধ্যক্ষ হুমায়ুন করিব, ব্যবসায়ি লুৎফুর রহমান, হাবিবুর রহমান, জুয়েল আহমেদ, আবিদ মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা কবির আহমেদ।