বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : এটিএন বাংলা হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক প্রভাকর সম্পাদক আব্দুল হালিম সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মাধবপুরের বাঘাসুরা ইউপি চেয়ারম্যান কর্তৃক হয়রানি মূলক মামলার প্রতিবাদে বাহুবলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম বাহুবল উপজেলা শাখা ও প্রভাকর পাঠক সমাজের উদ্যোগে মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আজিজুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, মানবজমিন প্রতিনিধি নুরুল ইসলাম মনি, ডেইলি অবজারভার প্রতিনিধি এম সাজিদুর রহমান, দৈনিক দেশ প্রতিনিধি সাঈদ আহমদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নুরুল আমিন, অনলাইন নিউজ পোর্টাল গ্রীণলাইন. ২৪ এর সম্পাদক সাদিকুর রহমান সহ বাহুবলে কর্মরত সাংবাদিকবৃন্দ। পরিচালনা করেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস প্রতিনিধি সোহেল আহমদ। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার নিন্দা জানান এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।