বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমিত পরিসরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে উদীচী শ্রীমঙ্গল শাখার আয়োজনে উদীচীর নাট্য সম্পাদক অপরাজিতা দেব মমির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ৷ বক্তব্য রাখেন, উদীচী জেলার সভাপতি এডভোকেট মিজানুর রহমান, সিলেট বিভাগের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীল কান্ত দেব, সহ-সভাপতি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় বিষু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি ও সহকারি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সন্ধানী শিল্পীগোষ্টীর সভাপতি দেবব্রত দত্ত হাবুল প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কোষাধ্যক্ষ সুমন বৈদ্য, সাংস্কৃতিক সম্পাদক মলয় দত্ত, কৃষ্ণা সুত্রধর, শেলী সুত্রধর, মঞ্জুশ্রী জয়া, সুদিপ্তা চক্রবর্তী পূজা, কুমার শ্যাম, মৃণাল কান্তি দেব, অলক পাল, মনিষ চক্রবর্তী, অমিত দেব, গোপাল চন্দ্র দাশ, প্রণবেশ চোধুরী অন্তু, ঝুমা আক্তার সহ সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com