শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

ইন্টারের বিপক্ষে রিয়ালের রোমাঞ্চকর জয়

তরফ স্পোর্টস ডেস্ক : অবশেষে চলতি চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগোর শেষ মুহুর্তের গোলে ইন্টার মিলানের বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিনেদিন জিদানের দল।

আগের দুই ম্যাচে পয়েন্ট বিসর্জন দেওয়ায় নেরাজ্জুরিদের বিপক্ষে হারলে দ্বিতীয় পর্ব নিশ্চিত করাটাই শঙ্কার মুখে পড়ে যেতো রিয়ালের।  তবে এবার পূর্ণ তিন পয়েন্ট আদায় করে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৫তম মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৩৫তম মিনিটে নিকোলো বেরেল্লার ব্যাকহিল থেকে থেকে ইন্টারকে সমতায় ফেরান লওতারো মার্তিনেজ।

৩৩তম মিনিটে সার্জিও রামোসের হেডে আবারও এগিয়ে যায় রিয়াল। ব্লাঙ্কোসদের জার্সিতে স্প্যানিশ ডিফেন্ডারের এটি ১০০তম গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে ইন্টার। মার্তিনেজের হেড থেকে বল পেয়ে নেরাজ্জুরিদের সমতায় ফেরান ইভান পেরিসিচ। তবে ইন্টারকে পয়েন্ট ভাগাভাগি করতে দেয়নি জিজুর শিষ্যরা। স্বদেশি স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের অনবদ্য পাস থেকে ৮০তম মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন রদ্রিগো।

এই জয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শাখতার দোনেৎস্ককে ছুঁয়ে ফেলেছে রিয়াল। স্প্যানিশ চ্যাম্পিয়নরা এক পয়েন্ট পিছিয়ে আছে শীর্ষে থাকা বরুশিয়া মনশেনগ্লাডবাচের চেয়ে। ২ পয়েন্ট নিয়ে সবার শেষে ইন্টার।

গ্রুপের আরেক ম্যাচে অ্যালাসেনে প্লিয়ার হ্যাটট্রিকের শাখতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্লাডবাচ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com