বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শীতপ্রবন ও বৃষ্টিপাতের অঞ্চল হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই তাপমাত্রা কমে আসে। দেখা মেলে শীতের। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার তাপমাত্রা নেমে ১৪.৩ ডিগ্রী সেলসিয়াসে এসে যায়।
সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হওয়ায় ঘরের বাহিরে থাকা মানুষ পড়ে বিপাকে। দিনের বেলা ঘরম আবহাওয়া থাকায় মানুষ হালকা পোষাকে বের হয়েছিলেন। সন্ধ্যার পর হঠাৎ করে শীতের অনুভূতি দেখা দিলে অনেকটা বিপাকেই পড়েন মানুষ। রাত ৮টার পর শহরে ঘুরে বেশ কয়েকটি স্পটে দেখা যায়, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতকাতুরে মানুষ। এদিকে হঠাৎ করে শীত পড়ায় ঠান্ডাজনীত রোগের আসংখ্যা করছেন অভিজ্ঞ মহল। শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।