সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী বললে আরও এক বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে যেতে চান আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মুহিত বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো কিছু বললে আমি না করি না। তিনি চাইলে, আমি আরো এক বছর দায়িত্ব পালন করতে পারব’।
মুহিত বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশ অর্থনীতিতে অসাধ্য সাধন করবে। সরকারের ধারাবাহিকতা থাকার কারণে আশা করছি, আগামী ৫ বছরেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত দেশে পরিণত হবে। তবে, কিছু সংখ্যক মানুষ সব সময় সরকারের ওপর নির্ভরশীল থাকে। দারিদ্র্য নিরসনে সব থেকে ভালো করেছে মালয়েশিয়া তারপরও সেখানে সাত শতাংশ দরিদ্র রয়েছে।
একাদশ সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, ভোট ভালো হয়েছে। উন্নত দেশে ৪০ শতাংশ ভোট পড়লেই তারা খুশি হন। কিন্তু আমাদের দেশে সাধারণত ৭০ শতাংশ পর্যন্ত ভোট হলে ভালো নির্বাচন ধরা হয়। তবে এবার ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর কারণ হলো- জনগণ জেনে গেছে শেখ হাসিনা ছাড়া উন্নয়ন হবে না। তাই এ নির্বাচনে জনগণ বেশি ভোট দিয়েছে।