শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র গোলাবর্ষণ, নিহত কমপক্ষে ১০

তরফআন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন মারা গেছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য এবং আরও অন্তত তিনজন বেসামরিক নাগরিক মারা গেছেন। এদিকে, পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে পাকিস্তানের কর্তৃপক্ষ দাবি করেছে যে, ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছে। এতে পাকিস্তানের পক্ষে আহত হয়েছে শিশুসহ আরো অন্তত ২০ জন। সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে। এর আগে গত সপ্তাহেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com