মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

জুড়ীতে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার (জুড়ী) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তাহের আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের ছয় জন।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহের আলী একই ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। প্রাথমিক অবস্থায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফসলি জমি নিয়ে এলাকার তাহের আলী ও চান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিবদমান ওই জমিতে ধানের চারা রোপন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে প্রতিপক্ষের আঘাতে  তাহের আলীসহ উভয়পক্ষের ছয়/সাত জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাহের আলীকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com