মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম বলেছেন, এ হত্যাকাণ্ডের পর আলামত নষ্টকারী এবং প্রধান অভিযুক্ত পুলিশ উপ-পরিদর্শক আকবরকে পালিয়ে যেতে পরামর্শ ও সহযোগিতাকারীদের গ্রেপ্তার করা হোক।
আজ শনিবার দুপুরে নগরীর আখালিয়া নেহারিপাড়ায় তাদের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘আমার নিরাপরাধ ছেলেকে কারা ধরে ফাঁড়িতে নিয়ে আসে এবং তাকে কী জন্য নির্যাতন করেছে, সে বিষয়টি এখনো পরিস্কার হয়নি। এই মামলায় গ্রেপ্তার আসামিরাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে না, এটাও আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।’
সালমা বেগম আরও বলেন, ‘ঘটনার দিন আমার ছেলে নীল শার্ট পরে বের হয়। অথচ হাসপাতালে তার পরনে ছিল লাল রংয়ের শার্ট। এটা কারা করেছে, তাও আমরা জানতে চাই।’
সে সময় তিনি জানান যে, রায়হানের মোবাইল ফোনটি এখন পর্যন্ত পরিবারের কাছে ফিরিয়ে দেয়নি পুলিশ।
বহিষ্কৃত আকবরতে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক মখলিছুর রহমান কামরান।
এ বক্তব্যে তিনি দ্রুততম সময়ের মধ্যে রায়হান হত্যার অভিযোগপত্র দাখিল এবং সুষ্ঠ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।