রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে গত কমিটির বিভিন্ন বির্তকিত কর্মকা- ও বয়সের কারণে বাদ পড়েছেন ৭৩ জন। কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ছাত্রলীগ ও তৃণমূলের প্রায় ৩০ জন নতুন মুখ। এ ছাড়াও নতুন এই কমিটিতে গুটি কয়েকজন সাংবাদিকও জায়গা পেয়েছেন।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com