শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

মৌলভীবাজারে নতুন ধানে নবান্ন উৎসব

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজরে আমন ধান কাটার মধ্যে দিয়ে নবান্ন উৎসব পালন করছেন কৃষকরা। সোমবার ( ১৬ নভেম্বর ) দিনের শুরুতে ভোর সকালে স্থানীয় কৃষকরা এ বছরের আমন ধান কাটা শুরু করেন। নতুন ধান কাঠার মধ্যে দিয়ে এ বছরের নবান্ন উৎসবে মেতে উঠেন কৃষকরা।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ” মুজিববর্ষের অঙ্গিকার,কৃষি হবে দুর্বার” এই স্লোগান নিয়ে নতুন ধান কাটা ও নবান্ন উৎসবে যোগ দিয়েছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এসময় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিক দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা সহ কৃষি উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com