শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর নামকস্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুজন মিয়া উপজেলার বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মোটরসাইকেল যোগে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস চাপা দিলে দুর্ঘটনায় পতিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে পশু চিকিৎসক সুজন মিয়া (৫০) সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসার পথে ছালামতপুর নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক সুজন মিয়া ও সাইকেল আরোহী আজিজুল হক আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং অপর আহত আজিজুলকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com