রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : আজ সোমবার বাদ যোহর শতাব্দীর প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ক্বাসিমুল উলুম বাহুবল মাদরাসার উদ্যোগে বার্ষিক আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী, এনয়ামী জলসা ও তাফসির অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এনয়ামী জালসা ও তাফসিরকে ঘিরে সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্যান্ডেল তৈরী, সাজসজ্জা, মাদ্রাসার আঙ্গিনায় পরিস্কার-পরিচন্নতা ও মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
বাদ যোহর থেকে মাদরাসার শিশু শিক্ষার্থীদের মাঝে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দেশবরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে।
তাফসিল মাহফিলে হযরত মাওলানা আব্দুল বারী আনসারী ও হযরত মাওলানা শায়খ আব্দুস শুকুর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিত আন্তর্জাতিক মুফাচ্ছিরে কোরআন আল্লামা জুনাইদ আল-হাবিব।
এছাড়াও তাফসির মাহফিলে বয়ান পেশ করবেন আলহ্বাজ হযরত মাওলানা আব্দুল খালিক, আল্লামা মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, হযরত মাওলানা লোকমান সা’দী, হযরত মাওলানা তাহমীদুল মাওলা, হযরত মাওলানা আব্দুল হাই ও মৌলভী হাফেজ আব্দুন নূর।
ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক বলেন, কিছুক্ষণের মধ্যে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা শুরু হবে। বাদ আসর দেশবরেণ্য উলামায়ে কেরামগণের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সকল মুসলিম উম্মার উপস্থিতি কামনা করেন তিনি।