মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির প্রায় ৬০ থেকে ৭০টি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, এখন পর্যন্ত আহত-নিহতের খবর পাওয়া যায়নি।