বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির ও স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চতের লক্ষ্যে মাস্ক সপ্তাহ পালিত হচ্ছে। সপ্তাহব্যাপী জেলা জুড়ে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে এই মাস্ক সপ্তাহ পালিত হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা পুলিশের নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
শ্রীমঙ্গল থানা কম্পাউন্ড থেকে সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশ জনতা মিলে একটি সচেতনতামূলক র্যালী বের করে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানা ফটকে নির্মিত অস্থায়ী সচেতন বুথে এসে শেষ হয়। পরে অস্থায়ী বুথ থেকে পথচারিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্টি হয়।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগটনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল-কমলগঞ্জে সার্কেল সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি ডা, হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।
বক্তারা করোনার দিত্বীয় ঢেউ থেকে নিজেকে ও নিজের পরিবার পরিজনদের রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।