রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট আহম্মদাবাদ ইউপির কালীশিড়ি গ্রামের দুবাই প্রবাসী আব্দুল গফুর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ওই গ্রামের মৃত হাজী আঃ খালেক মিয়ার পুত্র।
জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় দুবাইয়ে নিজ বাসস্থান এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের বড় ভাই হাজী আঃ ছাত্তার বলেন, চা পান খাওয়ার উদ্দেশ্যে আঃ গফুর দুবাইয়ের নিজবাসস্থান থেকে বের হলে পথিমধ্যে একটি গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আঃ গফুর মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও ১পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় -স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আঃ গফুরের মরদেহ দেশে ফিরিয়ে আনার সার্বাত্মক চেষ্ঠা চলছে।