শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

রবি মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি ও বিজ বিতরণের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : রবি ২০২০-২১ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলায়  ৮৯০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রীড বীজ বিতরণ করা হয়। বোরো,গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম এবং খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ  উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

শনিবার (২৮নভেম্বর) সকাল ১১টায়  কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্টিত বিজ বিতরণ উদ্বোধনী অনুষ্টানে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত  ছিলেন উপজেলা পনিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকল্প অফিসার আসাদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাংবাদিক মামুন আহমেদ, বাংলাদেশ ডেইলি ফার্মের এসোসিয়েশন ঢাকা বিভাগের সভাপতি একেএম নাজিব উল্ল্যা সাব্বির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শমশের খাঁ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছালিক আহমেদ, বেলায়েত আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মোমিনুল হোসেন সোহেল, যুবলীগের বদরুল আলম শিপলু। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও, কৃষক বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com