মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : গল গ্লাডিয়েটর্সের ফাস্ট বোলার মোহাম্মদ আমির ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এই ফ্রাঞ্জাইজির ইতিহাসে এক ইনিংসে তারচেয়ে কেউ এত উইকেট পায়নি।
বাঁ-হাতি পাকিস্তানি পেসার এই কীর্তি গড়েন টুর্নামেন্টে গ্লাডিয়েটর্সের পঞ্চম ম্যাচে। সোমবার (০৭ ডিসেম্বর) কলম্বোর কিংসের বিপক্ষে।
প্রথম স্পেলের বোলিংয়ে এক উইকেট নেন তিনি। পরে ফিরে আসেন আরও মারাত্মকভাবে। ইনিংসের ১৮তম ও ২০তম ওভারে দু’টি করে বাকি উইকেট ৪টি নেন আমির। তার মধ্যে শেষ ওভারে দুই উইকেটের একটি এসেছে রান আউট থেকে। আমির তার ইতিহাস রান রচনা করা ৫ উইকেট নিয়েছেন ৪ ওভারে ২৬ রান দিয়ে। এ নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ উইকেট নিলেন ২৮ বছর বয়সী পেসার।
তার এই আগুন ঝরানো বোলিংয়ে ৮ উইকেটের জয় পেয়েছে গ্লাডিয়েটর্স। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়। গ্লাডিয়েটর্স শুরুতে ব্যাট করে ২ উইকেটে ১৭৫ রান করে। জবাবে ১৭১ রানে থেমে যায় কলম্বো।