শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

সিলেট সিক্সার্স এর অধিনায়ক চলে এসেছেন

তরফ স্পোর্টস ডেস্ক: শনিবার (৫ জানুয়ারি) পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। এবারের আসরে একাধিক বিশ্ব তারকা ক্রিকেটার যোগ দিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন।

সিলেট সিক্সার্সের হয়ে এবার মাঠে নামবেন ওয়ার্নার। বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও লিগে খেলার অনুমতি আছে তার। সে অনুমতিতেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে এসেছেন তিনি। বুধবার (২ জানুয়ারি) ওয়ার্নারের সঙ্গেই ঢাকায় আসেন পাকিস্তানের পেসার সোহেল তানভীর।

এদিন রাতেই সিলেট সিক্সার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ডেভিড ওয়ার্নার ও সোহেল তানভীরের ছবি পোস্ট করে। ছবির ক্যাপশনে লেখা, ‘অধিনায়ক চলে এসেছেন। ডেভিড ওয়ার্নার ও সোহেল তানভীর বিপিএল ২০১৯ খেলতে চলে এসেছেন। লাগলে বাড়ি…বাউন্ডারি!’

বিপিএলের এবারের আসরে সিলেটের নেতৃত্বের ভার উঠেছে ওয়ার্নারের কাঁধে। এছাড়া দলটিতে দেশি-বিদেশি ক্রিকেটারের সংখ্যা রয়েছে সামঞ্জস্যপূর্ণ। তাই ফ্র্যাঞ্চাইটির আশা এবার ভালো ফলাফল বয়ে আনবেন দলের ক্রিকেটাররা।

বিপিএলের পঞ্চম আসরে দুর্দান্ত সূচনা করেও বেশি দূর যেতে পারেনি সিলেটের দলটি। প্রথম তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় সিলেটের ক্রিকেটাররা। এনে দেয় তিনটিতেই জয়। কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি তারা। পরবর্তী ৯ ম্যাচের ৭টিতেই হেরে যায়। নতুন আসরে তাই ভালো কিছু করার লক্ষ্যে দল গড়েছে সিলেট।

৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের আসরের দ্বিতীয় দিনে (৬ জানুয়ারি রোববার) মাঠে নামবে সিলেট সিক্সার্স। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সিলেট সিক্সার্সের স্কোয়াড :
নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, গুলবাদিন নায়েব, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান ও ইমরান তাহির।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com