বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় বালি ভর্তি একটি ট্রাকের চাপায় রিকশাচালক ও পথচারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। তাদেরকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের ইটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতদের মধ্যে পথচারী মৌসুমি আক্তারের (২২) নাম পাওয়া গেছে। এছাড়াও আহতরা হচ্ছে, জাহের আলী (৬০), চান্দু বিবি (৬৫) ও ফরহাদ আলী (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আশুলিয়া থেকে বালি ভর্তি একটি ট্রাক বাইপাইলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ট্রাকটি বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের ঘোষবাগের ইটখোলা এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর দাড়িয়ে থাকা রিকশাচালক ও পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক নিহত হয়। এছাড়াও গুরুত্বর আহত অবস্থায় আরো চার জনকে উদ্ধার করে পাশের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার নামের এক নারীকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান। আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।