রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে মাদকের আস্তানায় ইউএনও’র হানা : ১০ মাদকসেবীকে কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে মাদক আস্তানায় হানা দিয়ে ১০ মাদকসেবীকে ১৫ দিনের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে গাঁজা সেবনকালে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে উক্ত সাজা প্রদান করা হয়।


সাজাপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার রামসিড়ি গ্রামের কুটাই মিয়ার পুত্র ফয়সল মিয়া (২১), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরের শাহজাহান মিয়ার পুত্র মোঃ জাকির (২০), নওগা জেলার সদরের রমজান আলীর পুত্র রফিকুল ইসলাম (২১), কিশোরগঞ্জ জেলার সদরের মৃত মাহতাব উদ্দিনের পুত্র আল আমিন (৫৫), একই জেলার করিমগঞ্জ এলাকার মৃত আব্দুল মোতালিবের পুত্র আব্দুস সালাম (৬২), ইটনা এলাকার আনোয়ার আলীর পুত্র হানিফা (৪৭), ঢাকার খিলগাও উপজেলার উত্তর গোড়ান গ্রামের মৃত আলী হোসেন পুত্র মোঃ মুসা (৫৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মিরাজ মিয়ার পুত্র পাখি মিয়া (৩৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার মৃত দুলাল মিয়ার পুত্র মাসুক মিয়া (৪০), বাহুবল এলাকার সঞ্জব আলীর পুত্র মোজাহিদ মিয়া (৩০)।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম ও পরিদর্শক মোঃ নজীব আলী প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাহুবল উপজেলাকে মাদকমুক্ত করতে টানা দ্বিতীয় দিনের মতো মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ পর্যন্ত দুই দিনে মাদকের সাথে জড়িত ১৪ জনকে বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com