মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনাও ঘটে।
শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার উচাইল-শান্তিশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মহিব উল্লাহর সাথে একই গ্রামের রমিজ আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। বৃহস্পতিবার রমিজ আলীর পক্ষের মামলায় আসামি মহিব উল্লাহ ও বাচ্চু মিয়া আদালতে হাজির হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে দুইপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ দু’পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে গুরুতর আহত অবস্থায় সাজিদুর রহমান (৩০), রমিজ মিয়া (৪৮), হাসিনা বেগম (৩৫), শামছুন্নেহার বেগম (৩৭), গউছ মিয়া (৪২), সাইফুল ইসলাম (১৮), আল-আমিন (২৫), কদ্দুছ মিয়া (৫৫), মনোয়ারা বেগম (৪২) ও নার্গিস আক্তারকে (২৫) উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কদ্দুছ মিয়াকে (৫৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।