শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার এবং ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যাটিং পরামর্শক জন লুইসকে ব্যাটিং কোচ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নিল ম্যাকেঞ্জি।
এর পর মুশফিক-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলান। বাবার মৃত্যুর পর চাকরি ছেড়ে দেন তিনিও। তার জায়গায় ইংল্যান্ডের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার লুইসকে নিয়োগ দিলো বিসিবি। এবার চূড়ান্তও হয়ে গেলো তার ঢাকা আসার দিনক্ষণ। আগামী বৃহস্পতিবার ঢাকায় আসবেন লুইস। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানুয়ারিতে টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশ সফর করবে উইন্ডিজ। ঐ সিরিজেই লুইসকে ব্যাটিং কোচ হিসেবে পাবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৫০ বছর বয়সী লুইস ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডারহামের প্রধান কোচের পদ সামলেছেন। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
খেলোয়াড়ি জীবনে লুইস প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৯২ গড়ে করেছেন ১০ হাজার ৮২১ রান। লিস্ট এ ক্রিকেটে ২১৫ ইনিংসে ২৭.৯৩ গড়ে করেছেন ৪৭৪৭ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ টি এবং লিস্ট এ ক্রিকেটে ১ টি শতক আছে তার।