শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। বুধবার (৬জানুয়ারী) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও রাজনগর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযা পরিচালিত হয়।
এসময় চৌধুরী বাজার, কর্ণীগ্রাম বাজার, মশরিয়া বাজার তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্যের প্যাকেটের গাঁয়ে মূল্য না লেখা থাকা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌধুরী বাজারে অবস্থিত কেয়ার বক্স ট্রের্ডাসকে ২ হাজার টাকা, কর্ণীগ্রাম বাজারে অবস্থিত সানিয়া ফুডস এন্ড কসমেট্রিক্সকে ১ হাজার টাকা, মশরিয়া বাজারে অবস্থিত তাজকিয়া ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত মা ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, মশরিয়া রোডে অবস্থিত শেখ মেডিসিন পয়েন্টকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল-আমিন জানান,অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।