সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ২৭) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রঘুনন্দন পাহাড়ে প্রবেশের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমীর হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।