বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি শুক্রবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুটি ইউনিটের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কিছুক্ষণের মধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হাতে অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করা হবে বলে জানা যায়।
এর আগে দীর্ঘ ১৪ বছর পর ২০১৯ সালের ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দীর্ঘ ৮ বছর পর সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি করা হয় এডভোকেট লুৎফুর রহমানকে। আর সাধারণ সম্পাদক হন নাসির উদ্দিন খাঁন। অপরদিকে, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক জাকির হোসেন।