সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

লাকসামে হতদরিদ্রদের মাঝে হ্যান্ডস ফর হিউমিনিটির কম্বল বিতরণ

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: আন্তর্জাতিক মানব কল্যাণ সংস্থা দ্যা কসমিক হিলার্স ফাউন্ডেশনের অংগ সংগঠণ হ্যান্ডস ফর হিউমিনিটির উদ্যোগে ৩’শ শীতার্ত হতদরিদ্রের মাঝে শুক্রবার (৮ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়েছে।

ওইদিন সকালে লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এই কম্বল বিতরণ করা হয়।

সংগঠণের টিম লিডার তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শামীম। অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মো. গোলাম সরোয়ার মিলন।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদা সুলতানা, গোবিন্দপুর ইউনিয়ন (দক্ষিণ) আওয়ামীলীগ সভাপতি মো. নজমুল হক, আমেনা ফাউন্ডেশনের উপদেষ্টা হাজি মো. ছফি উল্লাহ, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, ইউপি সদস্য মো. শহিদুর রহমান, সমাজকর্মী মো. ছেরাজুল হক, মো. দিদারুল আলম, মো. শাহজাহান সাজু, মো. আবদুল বাতেন চঞ্চল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমূখ।

কম্বল পেয়ে গোবিন্দপুর গ্রামের নুরু মিয়া বলেন, ‘ঘরে তেমন গরম কাপড় নেই। কম্বল পেয়ে ভালোই হলো। এই শীতে আর কষ্ট পেতে হবে না।
হাতে একটি কম্বল তুলে দিতেই বেশ কয়েকজন হতদরিদ্র নারীর মুখজুড়ে সে সময় আঁকা হয়ে যায় একটি সুখছবি। তারা খুশিতে বলে উঠলেন, এইবার একটু আরামে ঘুমাইতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউপির সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার, স্থানীয় সমাজকর্মী মো. আজহারুল হক, মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠণের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com