সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

শ্রীমঙ্গলে পৈৗষ সংক্রান্তির মাছের বাজারে দেড় লাখ টাকার বাগাইড় মাছ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গল মাছ বাজারে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ওঠে। বিক্রেতা হাঁকেন যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। বিকেল পর্যন্ত মাছটি এক ক্রেতা ৮২ হাজার টাকা দাম বল্লেও বিক্রেতা মাছটি আরো বেশি দামের আশায় বিক্রি করেননি।

বুধবার (১৩ জানুয়ারি) শহরের মাছবাজারে এ মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন উপজেলার লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী হাফিজ আহমেদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও মূল আকর্ষণ ছিলো বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ স্থানীয়রা এটিকে (বাঘমাছ) বলে। আর এই মাছটি দেখতে অনেকেই ভীড় করছেন বাজারে। কেউ কেউ আবার মাছটির সঙ্গে মোটোফোনে সেল্পিও ওঠাচ্ছেন।

মাছ বিক্রেতা হাফিজ আহমেদ জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এ মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে বিকেল পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮২ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষা করছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলেও আশাবাদী তিনি।
রুই, কাতলা, বোয়াল, বাঘাইড়, চিতল, আইড়, ব্রিগেড, সিলভার কার্পসহ বিশাল আকৃতির মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com