সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

কুলাউড়া পৌর নির্বাচনে বিজয়ী আ’লীগের সিপার উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া পৌরসভা নির্বাচনে ১৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চমক দেখালেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। তি‌নি পে‌য়ে‌ছেন প্রাপ্ত ৪ হাজার ৮৩৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট।

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. শফি আলম ইউনুছ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৯৪ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ১৭৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

শনিবার রাত ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনী কন্ট্রোলরুমে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন কুলাউড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৮১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে বাতিল ভোট ৫১৭ এবং বৈধ ভোটের সংখ্যা ১৪ হাজার ২৯৩ ভোট। মোট ভোটের প্রদত্ত হার ৭১.৩৪ শতাংশ।

এছাড়া কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লোকমান আলী, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. কায়ছার আরিফ, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তানভীর আহমদ শাওন, ৫নং ওয়ার্ডে সাইফুর রশীদ সুমন, ৬নং ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম খান, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হারুনুর রশীদ, ৮নং ওয়ার্ডে আতাউর রহমান চৌধুরী সোহেল, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সুফিয়া বেগম চৌধুরী, ২নং ওয়ার্ডে তাসলিমা সুলতানা মনি ও ৩নং ওয়ার্ডে মোছাৎ সুলতানা বেগম বিজয়ী হন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।

নির্বাচনে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ বিজয় সমগ্র কুলাউড়া পৌরবাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিজয়ে কুলাউড়া পৌরসভার সম্মানিত ভোটার, দলীয় নেতাকর্মী, প্রশাসন ও শোভাকাঙ্খীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র, ৩৩ জন কাউন্সিলর ও ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করেন। ৯টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com