সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

মিষ্টি নিয়ে বিএনপি ও জামায়াত প্রার্থীর বাড়িতে হাজির কাদের মির্জা

সৌজন্য সাক্ষাৎ শেষে পরাজিত বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরীর সঙ্গে কোলাকুলি করছেন আবদুল কাদের মির্জা। রোববার বিকেলে বসুরহাট পৌরসভার কামাল উদ্দিনের বাসায়।

কোম্পানিগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নির্বাচনে পরাজিত বিএনপি ও জামায়াতের (স্বতন্ত্র) দুই প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে গেলেন ‘সত্যবচনে’ আলোচিত নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। আজ রোববার বিকেলে আবদুল কাদের মির্জা উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে যান।

কাদের মির্জা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে আবদুল কাদের মির্জা বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরীর বাসায় যান। সেখানে তিনি ১০-১৫ মিনিট সময় অবস্থান করেন। এ সময় আবদুল কাদের মির্জা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করার জন্য বিএনপির প্রার্থীকে ধন্যবাদ জানান। তিনি বিএনপির প্রার্থীর কাছে আগামী দিনে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জে দলমত-নির্বিশেষে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বিএনপির প্রার্থীর সহযোগিতা চেয়েছেন। এ সময় বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী নবনির্বাচিত মেয়রকে তাঁর বাসায় আসার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পৌরসভার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এরপর পর বেলা সাড়ে তিনটার দিকে আবদুল কাদের মির্জা আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের (স্বতন্ত্র) মুহাম্মদ মোশারফ হোসেনের বাড়িতে যান। সেখানেও তিনি ১০-১৫ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য জামায়াত-সমর্থিত প্রার্থীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি রাজনৈতিক মতভেদ ভুলে পৌরসভার উন্নয়নে সহযোগিতা কামনা করেন। বিদায়কালে দুই প্রার্থী কোলাকুলি করেন।

বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী বলেন, নবনির্বাচিত মেয়র পৌরসভার উন্নয়নে এবং রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে সহযোগিতা চেয়েছেন। তা ছাড়া অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শিগগিরই একটি কমিটি করার কথা বলেছেন। তিনি তাঁকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, নবনির্বাচিত মেয়র রাজনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এটা অবশ্যই একটি ভালো দিক। তিনি পৌরসভার উন্নয়নে সহযোগিতা চেয়েছেন। তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মেয়রের সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির বেলায়েত হোসেন, জামায়াত নেতা কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com