সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন করা হয়েছে ৷ সোমবার (১৮ জানুয়ারী) রাতে শহরের সাগর দিঘী রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বীরমাতা (বিরাঙ্গনা) শিলা গুহকে নিয়ে এশিয়ান টিভি’ ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয় ৷

বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মুসা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষক জলি পাল, শ্রীমঙ্গল পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোকেয়া পারভীন, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, আবুজার বাবলা, এশিয়ান টেলিভিশন শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাশ সুমন, লাল তীর সিড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী, দ্রুম থিয়েটারের সম্পাদক বাবলু রায়, এডভোকেট পঙ্কজ সরকার প্রমূখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com