শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: ব্রিসবেনের গ্যাবায় বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছ ভারত। শেষদিনে ভারতকে ম্যাচ জিততে ৩২৪ রান করতে হত। ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। শুভমান গিলের ৯১ ও ঋষভ পন্থের ৮৯ রানের সুবাধে ৩ উইকেটে গাব্বা টেস্ট জিতল ভারত। এছাড়া চেতেশ্বর পুজারা করেন ৫৬ রান।
অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের মহাবিপর্যয়ের পর রাহানের শতরানে মেলবোর্নে মহাপ্রত্যাবর্তন। সিডনিতে কঠিন পরিস্থিতিতেও হার এড়ানো। সেখান থেকেই শেষ পর্যন্ত ব্রিসবেন টেস্ট জিতে নিয়ে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। নিঃসন্দেহে রাহানের দলের এই লড়াই ইতিহাসের পাতায় লেখা থাকবে। এটিই ভারতের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া : ৩৬৯ ও ২৯৪
ভারত : ৩৩৬ ও ৩২৮/৭
ফল : ভারত ৩ উইকেটে জয়ী।