শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ : শুরুতেই মুুস্তাফিজের আঘাত

তরফ স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে চেনারূপে আবির্ভূত হলেন মুস্তাজিুুর রহমান। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত প্রথম ওভারেই সুনীল আমব্রিসকে মাঠ ছাড়া করলেন কাটার মাস্টার।
এদিন টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। ওভারের দ্বিতীয় বলে আমব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজ। রিভিউ নিলেও ক্যারিবীয় ওপেনারের প্যাভিলিয়নে ফেরা ঠেকানো যায় নি। মাঠ ছাড়ার আগে ৫ বলে ৭ রান করেন তিনি।
এর আগে রুবেল হোসেনের করা প্রথম ওভারে ৯ রান নেয় উইন্ডিজরা। এই প্রতিবেদনটি করা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩ রান। ক্রিজে রয়েছেন জশুয়া ডি সিলভা (৪*) ও আন্দ্রে ম্যাকার্থি (৪*)।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রোভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, এনক্রুমাহ বনার, চেনার হোল্ডার, আকিল হোসেন এবং আলজারি জোসেফ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com