বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে ইউএস ক্যাপিটলে পৌঁছেছেন জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, জো বাইডেন ও তার স্ত্রী জিল শপথ অনুষ্ঠানের প্রায় ৯০ মিনিট আগে কমপ্লেক্সে পৌঁছেছেন।
এরপরই সেখানে যোগ দিয়েছেন পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস এমহফ। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস ও প্রথম সেকেন্ড জেন্টেলম্যান হিসেবে ডগলাগ এমহফ ইতিহাস গড়তে চলেছেন।
মিনেসোটার মার্কিন সিনেটর অ্যামি ক্লোবুচার তাদের স্বাগত জানান।
দুই সপ্তাহ আগে মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় আজকের অভিষেক অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্য ওয়াশিংটনে মোতায়েন করা হয়েছে। করোনাভাইরাস মহামারি ও সাম্প্রতিক সহিংসতা কারণে গোটা এলাকা জুড়েই সামাজিক দূরত্ব ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে সাবেক প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ক্যাপিটলে পৌঁছেছেন। হোয়াইট হাউসে পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন। তাদের সঙ্গে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও হিলারি ক্লিনটনও আছেন বলে জানিয়েছে সিএনএন। এছাড়াও বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছেছেন জর্জ বুশ ও লরা বুশ। এ ছাড়াও, অন্যান্যদের মধ্যে ৯৬ বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারও উপস্থিত হয়েছেন মার্কিন ক্যাপিটলে।