মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

একযুগ পর অনুষ্ঠিত বাহুবল উপজেলা বিএনপি’র কাউন্সিলে নেতৃত্বের পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত বাহুবল উপজেলা বিএনপি’র কাউন্সিলে নেতৃত্বের পরিবর্তন ঘটেছে। টানা ৩০ বছর ধরে উপজেলা বিএনপি’র সভাপতি পদে থাকা আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুলকে হারিয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার ও গত এক যুগ ধরে সাধারণ সম্পাদকের নেতৃত্বদানকারী এডভোকেট মিজানুর রহমান কে পরাজিত করে হাজী সামছুল আলম নির্বাচিত হয়েছেন । এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আব্দুর রকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে এনামুল হক এনাম ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই শিবলু নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) উপজেলার মিরপুর জয় কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। ৪৪১ জন কাউন্সিলরের মধ্যে ৪৩৬ জন তাদের নিজেদের ভোট প্রয়োগ করেন।

কাউন্সিলে সভাপতি পদে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার আনারস প্রতীকে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল ছাতা প্রতীকে পেয়েছেন ২১৩ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আব্দুর রকিব ফুটবল প্রতীকে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস ছাত্তার কলস প্রতীকে পেয়েছেন ১৫৮ ভোট। এছাড়াও সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু তালা প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে হাজী সামছুল আলম মোরগ প্রতীকে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী হরিণ প্রতীকে পেয়েছেন ১৬৯ ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক এনাম আম প্রতীকে ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান ফারুক জগ প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই শিবলু মোবাইল প্রতীকে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তজমুল হোসেন পেয়েছেন ১২৫ ভোট। এছাড়া আলহাজ্ব আইয়ুব খান বাস প্রতীকে পেয়েছৈন ১১২ ভোট।

কাউন্সিলে নির্বাচন কমিশন ছিলেন এডভোকেট মুদ্দত আলী, এডভোকেট হাবিবুর রহমান চৌধুরী, মোঃ নূরুল আমীন শাহজাহান, এডভোকেট আব্দুল আহাদ, মোঃ ওয়াহিদ মিয়া, মোঃ জাবেদ আলী ও মিজানুর রহমান চৌধুরী।

পরে উপজেলা বিএনপি’র আহ্বায়ক জাহিদুল হোসেল জিতু’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডাঃ এ. জেড. এম জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব জি.কে গউছ, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া।

উলে­খ্য যে, বিগত ২০০৯ইং সনে বাহুবল উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। উক্ত কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচিত হয়। প্রায় একযুগ পর শুক্রবার আবার সেই কাক্সিক্ষত কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com