সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

দুই বাংলাদেশির মৃত্যুতে ‘বাঘ’ না ‘বিএসএফ’, এলাকায় সংশয়

তরফ নিউজ ডেস্ক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিপরীতে ভারতের অংশে দুই বাংলাদেশি বাঘের আক্রমণে নিহত হওয়ার খবরে সংশয় তৈরি হয়েছে। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে তারা তিনজন বাঘের কবলে পড়ার খবর এলেও ‘নিহত দুজন’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা যেতে পারেন বলে স্থানীয়দের ধারনা।

এর আগে বৃহস্পতিবার বিকালে তিন জেলের একজন আবু মুসার মোবাইলফোনে কলের বরাতে খবর আসে তাদের বাঘে ধরেছিল। এসময় শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনোমিস্ত্রির ছেলে মিজানুর রহমান (৪০) নিহত হন।

তবে রাত থেকে আবু মুসার আর খোঁজ মিলছে না। তিনি পশ্চিম কৈখালীর সাত্তারের ছেলে। তিনিই রতন ও মিজানুরকে বাঘে ধরার খবরটি দিয়েছিলেন। আবু মুসার ভাইপো আল আমিন তার চাচার উদ্ধৃতি দিয়ে জানান, তারা তিনজন ভারতের সীমখালী খালে কাঁকড়া আহরণের সময় একটি বাঘ রতন ও মিজানুর রহমানকে আক্রমণ করে। এসময় আবু মুসা বনের ভেতরে পালিয়ে রক্ষা পান।

আল আমিন জানান, তার চাচা আবু মুসার শ^শুরবাড়ি ভারতে। বাঘের কবল থেকে রক্ষা পেয়ে মুসা প্রথমে শ^শুরবাড়িতে খবর দেন। পরে সেখান থেকে মুসার বাড়িতে তাদের খবর জানানো হয়।

স্থানীয়দের ভাষ্য, নিহত রতন ও মিজানুর রহমানের মরদেহ সুন্দরবনের ভারতীয় অংশের একটি খালে ভাসছিল। বিএসএফ মিজানুরকে আটক করে রতন ও মিজানুরের মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। যদিও তারা রতন ও মিজানুরের মৃত্যু বাঘের আক্রমণে না গরুপাচারের সময় বিএসএফর গুলিতে তা নিশ্চিত নন বলে জানান।

এলাকাবাসীর দাবি, ‘নিহত’ রতন ও মিজানুর এবং ‘নিখোঁজ’ মুসা জেলে পেশার সঙ্গে জড়িত নন। তারা গরু পাচারে জড়িত বলে এলাকাবাসী জানে।
সুন্দরবনের কৈখালী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ জানান, তারা পাশ না নিয়েই সুন্দরবনে প্রবেশ করে এবং ভারতীয় অংশে গিয়ে কাকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হয়েছেন বলে তিনি শুনেছেন। এ বিষয়ে তার কাছে আর কোনো তথ্য নেই।

অন্যদিকে বিজিবির সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইয়াসিন চৌধুরী জানান, সুন্দরবনের ভারতের অংশে বাংলাদেশি দুই জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। সে অনুযায়ী তারা খোঁজখবর নিচ্ছেন। ঘটনা সঠিক হলে নিহত বাংলাদেশিদের মরদেহ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com