রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৫৪ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৪ হাজার ৪০৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪১৪ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২০৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৭৯ টি নমুনা সংগ্রহ এবং ১২হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬লাখ ২৭ হাজার ৪১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।