রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অজ্ঞাতনামা এক নারীর (৪৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই মো. আসাদুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার সংলগ্ন নারায়ণছড়া পোস্ট অফিসের পাশে ইটসলিং রাস্তার উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আসাদুর আরো বলেন, গত কয়েকদিন যাবত ওই নারীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভৈরবগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় ঘুরাফেরা করতে দেখা যায়।