শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

নবীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রাম থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে সরকারী জায়গা থেকে এক্সকেভেটর মেশিন দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলন করা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদ সহ নবীগঞ্জ উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালিয়ে আক্তার হোসেন (৩৮)-কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় এক্সকেভেটর চালক পালিয়ে যায়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com